জাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা বিকালে
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৪, ০৩:১৫ দুপুর
নিউজ ডেস্ক

|| মুহাম্মাদ ইয়ামিন ||

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণঅভ্যুত্থানের সরকার প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আহ্বান করা হয়েছে।

আজ বিকাল ৪ টায় জহির রায়হান মিলনায়তনে মুশফিক উস সালেহীনের সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠিত হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে। রাস্ট্রের ক্ষমতায় এখন অন্তর্বর্তীকালীন সরকার। জানা যায় রাস্ট্রের বিভিন্ন স্তর সংস্কার করে তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল করে নির্বাচনের দিকে আগাবেন। নির্বাচন পরবর্তী কেমন সরকার হওয়া উচিত, প্রত্যাশা ও প্রাপ্তি কী — এমনই কয়েকটা প্রশ্নকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজন করছে একটি আলোচনা সভা।

যেখানে আলোচক হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডাঃ জাহেদ উর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল।

এনএ/