রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে কিশোরগঞ্জে মশাল মিছিল
প্রকাশ:
২১ অক্টোবর, ২০২৪, ০৮:৩২ রাত
নিউজ ডেস্ক |
কিশোরগঞ্জ শহর প্রতিনিধি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে কিশোরগঞ্জ শহরে মশাল মিছিল অনুষ্ঠত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার আয়োজনে মশাল মিছিলটি শহরের পুরানথানা থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুল্লাহ চত্তরে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে মশাল মিছিলের ডাক দেয় কিশোরগঞ্জের ছাত্র-জনতা। এসময় জনে জনে খবর দে, ফ্যাসিবাদের কবর দে স্লোগানে মুখরিত হয় পুরো শহর। মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রনেতারা বলেন, হাজার হাজার ছাত্র জনতা ডেথ সার্টিফিকেটই শেখ হাসিনার পদত্যাগপত্র। এছাড়াও চুপ্পু একজন মিথ্যাবাদী, সে পাচ তারিখ বলেছিল শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। আজ তার বিপরীত কথা বলতেছে। বিপ্লবের জন্য পদত্যাগপত্রের কোন প্রয়োজন নাই এবং সন্ত্রাসী ছাত্রলীগকে হুশিয়ারি দিয়ে বলতে চাই, ছাত্রলীগের এই বাংলায় ঠাই হবে না। এনএ/ |