বগুড়ায় হাজি সমাবেশ
প্রকাশ:
২০ অক্টোবর, ২০২৪, ১০:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
বগুড়া প্রতিনিধি বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর শহীদ টিটু মিলনায়তনে শুক্রবার এ সমাবেশ হয়। নগরীর স্টেডিয়াম অঞ্চল শাখার আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন- শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, নায়েবে আমির আলমগীর হুসাইন, সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, তালিমুল কুরআন ফাউন্ডেশন বগুড়া শহর সভাপতি আব্দুল হালিম বেগ, সেক্রেটারি নুরুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সভাপতি রফিকুর ইসলাম, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ। আলোচনা করেন- তালিমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় ওস্তাদ ক্বারী মাওলানা বোরহান উদ্দিন, কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন। |