কুয়াকাটা সৈকতে জোয়ারে ভেসে এলো মহিষ
প্রকাশ:
২০ অক্টোবর, ২০২৪, ১০:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটায় জোয়ারের স্রোতে ভেসে এসেছে একটি মহিষ। শুক্রবার রাত ১টার দিকে কুয়াকাটা হুইচানপাড়া এলাকা বাবুল আকন নামে এক কৃষক রাতে দেখতে পান। এখন মহিষটি লালন পালন করছেন কৃষক বাবুল আকন। প্রকৃত মালিক পেলে ফেরত দেবেন বলে আশ্বস্ত করেছেন। কৃষক বাবুল জানান, শুক্রবার গভীর রাতে আমার বাবা রান্নাঘরে হঠাৎ মহিষ দেখতে পান। পরে মহিষটি আমি বেঁধে রাখি। শনিবার সকালে আশপাশের লোকজনকে ডেকে ঘটনাটি জানাই। আমার মনে হয়, এটি আমাদের এলাকার নয়। সমুদ্রে ভাসতে ভাসতে মহিষ অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। সেবা যত্ন নেয়ার পর কিছুটা সুস্থ হয়েছে। এখন তিনি লালন পালন করছেন। প্রকৃত মালিক পেলে হস্তান্তর করবেন বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা জালাল বলেন, গভীর রাতে এই মহিষটা বাবুল আকনের বাড়িতে আসছে। ধারণা করছি, এটি এলাকার মহিষ না- জোয়ারের পানিতে ভেসে আসছে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি জেনেছি। বর্তমানে বাবুল আকনকে লালন-পালন করার দায়িত্ব দিয়েছি। প্রকৃত মালিক পেলে এটি হস্তান্তর করা হবে। |