যশোর হেফাজতের শানে রেসালাত সম্মেলন সফলে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৪, ০৯:০৯ রাত
নিউজ ডেস্ক

গাজী তাওহীদুর রহমান মুমতাযী
যশোর প্রতিনিধি

হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত আগামী ২২ শে অক্টোবরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য শানে রেসালাত সম্মেলন সফল করার লক্ষ্যে যশোর জেলা শাখার দায়িত্বশীল সম্মেলন আজ সকাল ১০ঘটিকায় জেলা সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে বকচর মাদরাসায় অনুষ্ঠিত হয়।

দায়িত্বশীল সম্মেলনে মাগুরা নড়াইল ঝিনাইদহ ও যশোর জেলার আটটি থানার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের কার্যক্রম নেতৃবৃন্দকে অবগত করা হয় এবং শানে রেসালাত সম্মেলন সফল করার সকল ধরনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

দায়িত্বশীল সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মুফতী মজিবুর রহমান, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাসীরুল্লাহ, মুফতী শামসুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নাজির আহমাদ প্রমুখ।

হাআমা/