ইসলামের সৌন্দর্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৪, ০৩:০৯ দুপুর
নিউজ ডেস্ক

আহমাদুল্লাহ হাবিবী
কুষ্টিয়া জেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো উত্তম আদর্শের অধিকারী হতে হবে, যাতে মানুষ আমাদের আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামে দীক্ষিত হয়। আমাদের কাজ হলো বন্ধন সৃষ্টি করা, বিভাজন সৃষ্টি নয়। ইসলামের সৌন্দর্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

শুক্রবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব “কুষ্টিয়া ফজলুল উলূম বহুমূখী মাদরাসার” আয়োজনে দায়িত্বশীল ও সদস্যদের নিয়ে বিশেষ তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি তার ভক্তদের উদ্যেশ্য করে বলেন, আপনারা হলেন আমাদের সাইনবোর্ড, আপনারা সংশোধন না হলে জাতি আপনাদের মাধ্যমে ইসলামের ব্যাপারে ভুল মেসেজ পাবে।

এসময় মুফতি মনিরুজ্জামান, আলহাজ্ব নুর মোহাম্মদ বিন হানিফ (সদর বামুক কুষ্টিয়া) সহ উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে কেরাম, জেলা ও থানার দায়িত্বশীলগণ।

পরিশেষে দেশ, জাতি, ইসলাম ,মানবতা ও সকলের সুস্থতা, সফলতা এবং আয়োজকদের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এনএ/