তওবা পড়ে মাদক কারবার ছাড়ার ঘোষণা
প্রকাশ:
১৯ অক্টোবর, ২০২৪, ০১:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
তওবা পাঠ করে চিরতরে মাদক কারবার ছাড়ার ঘোষণা দিয়েছেন কাজী ওয়াদুদ রতন নামে একজন। শুক্রবার পঞ্চগড়ের পৌর এলাকার রামের ডাঙ্গা এলাকায় যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভায় এই ঘোষণা দেন তিনি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবির প্রমুখ। এ সময় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, যারা মাদকের সঙ্গে যুক্ত আছেন, তাদের সব তথ্য আমাদের কাছে আছে। এক মাস সময় দিচ্ছি। এসব ছেড়ে দিন। না হলে দেয়ালে দেয়ালে আপনাদের ছবি টানিয়ে দেওয়া হবে। |