কুয়াকাটায় উত্তাল সমুদ্রে পর্যটকদের উল্লাস
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৪, ০৭:৩২ বিকাল
নিউজ ডেস্ক

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

একদিকে বঙ্গোপসাগরে হঠাৎ নিম্নচাপ অপরদিকে পুর্নিমার জো'য়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় তীরে এসে আঁচড়ে পড়ছে বড় বড় ঢেউ। এতে সৈকতে থাকা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপদে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। গত তিনদিন ধরে সমুদ্র এমন রুদ্রমুর্তি ধারণ করায় জোয়ারের সময় ডেউয়ের  তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সৈকত এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছে সৈকত সুরক্ষা জিও ব্যাগ ও জিও টিউব। জোয়ারের অতিরিক্ত পানিতে খাল বিলসহ তলিয়ে গেছে নিন্ম এলাকা।

অপরদিকে কুয়াকাটায় আগত পর্যটক দর্শনার্থীরা উত্তাল সমুদ্রে গোসল, হই হুল্লোড়ে মেতে ওঠেছেন। উত্তাল সমুদ্রে স্রোতের তীব্রতা উপেক্ষা করে পর্যটকদের উম্মাদনার যেন শেষ নেই। স্থানীয়দের মতে উত্তাল সমুদ্রে এমন বড় বড় ঢেউ এবছর আষাঢ়েও কেউ দেখেনি।

উত্তাল সমুদ্রে নামতে পর্যটকদের ট্যুরিস্ট পুলিশ বার বার মাইকিং করে নিষেধ করলেও কোন বাধা নিষেধ মানছেন না পর্যটকরা।

সমুদ্রের এমন ঢেউ দেখে অনেকেই সমুদ্রে ঝাপিয়ে পরেছেন গোসল করতে। আবার কেউ কেউ উপভোগ করছেন উত্তাল সমুদ্র ও সমুদ্রের ঢেউ।

কুমিল্লা থেকে বেড়াতে আসা পর্যটক শিপন বলেন, বেশ আনন্দ করছি। তবে পুলিশ বারবার মাইকিং করায় এবং পানির স্রোত বেশি থাকায় সৈকতের খুব কাছে থেকেই গোসল করছি।

স্থানীয় বাসিন্দা মো: আলমগীর চৌকিদার জানান, পূর্ণিমার জোয়ারের সময় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি হতে দেখেছি। কিন্তু গত ১০ বছরে সমুদ্রের এমন রুদ্র মুর্তি দেখিনি। এত বড় বড় ঢেউও দেখিনি।

সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী ইদ্রিস সরদার বলেন, এ বছরের মধ্যে বুদ্ধ পূর্ণিমা জোয়ায়ের পানি এত বেশি খুব কমই দেখা গেছে। আমার দোকান সৈকতের অনেক উচুতে। সেখানেও সমুদ্রের বড় বড় তুফান এসে আঁচড়ে পেড়ছে।

পর্যটক মাহবুবুর রহমান জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে আজ ভোরে কুয়াকাটা এসেছি। এসেই সমুদ্রের পাড়ে গিয়ে দেখি সমুদ্রে বড় বড় ঢেউ। এক একটি ঢেউয়ের উচ্চতা ৫-৬ ফুট উচু হবে। এমন ঢেউ বাস্তবে আমি কখনো দেখিনি। এবারই প্রথম দেখলাম।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। স্বাভাবিকের চেয়ে সমুদ্র ও নদ-নদীর পানির উচ্চতা অনেকটাই বেড়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মো: আনসার উদ্দিন বলেন, ইতোমধ্যে সমুদ্রে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল রয়েছে। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশনা দিচ্ছি। উত্তাল ঢেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন, সেজন্য আমরা মাইকিং করছি বারবার। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।

এনএ/