মৌলভীবাজারে বিদ্যুৎ বিড়ম্বনা; শার্টডাউনে অন্ধকার পুরো জেলা
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৪, ০৭:১৮ বিকাল
নিউজ ডেস্ক

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

বিদ্যুৎ বিড়ম্বনায় ভোগান্তিতে সিলেটের মৌলভীবাজার। শার্টডাউনে অন্ধকার পুরো জেলা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টা থেকে একযোগে সারা বাংলাদেশের মতো মৌলভীবাজার জেলার সবকটি উপজেলায় কমপ্লিট শাটডাউনে নেমেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

দাবি না মানা পর্যন্ত শার্টডাউন থাকবে বলে জানা গেছে। এতে করে বিকেল ৩টা থেকে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার গ্রাহক। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বাসা বাড়ী বিদুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন জেলার সাধারণ মানুষ।

মৌলভীবাজার পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আলোচনা চলছে। শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।

হাআমা/