আলিম পরীক্ষায় প্রতিবন্ধী রাসেলের কৃতিত্ব
প্রকাশ:
১৭ অক্টোবর, ২০২৪, ১১:১১ দুপুর
নিউজ ডেস্ক |
নাটোর প্রতিনিধি আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় নাটোরের সিংড়া পৌরসভার রাসেলকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়েছে ইসলামী ছাত্র শিবির। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির থানা সভাপতি ইমরান ফরহাদ, সাবেক জেলা সভাপতি কুতুবুল আলম , অর্থ সম্পাদক মাহমুদ হাসান, পৌর সভাপতি আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। দুই হাত ও এক পা নেই রাসেলের। তবু এক পায়ের আঙ্গুলের মধ্যে কলম দিয়ে লিখে এইচএসসি পাস করেন তিনি। সিংড়া পৌর এলাকার শোলাকুড়া আলিম মাদ্রাসা থেকে ৩.২৯ পেয়ে তিনি উত্তীর্ণ হন। রাসেল মৃধা সিংড়া পৌরশহরের দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। রাসেল গত এসএসসি পরীক্ষায়ও সাফল্যের সাথে পাস করেন। পরিবার অভাব-অনটনের মধ্যে চললেও রাসেল আরোও উচ্চ শিক্ষা অর্জন করতে চান । অভাবের কারণে যাতে তার পড়াশোনা বন্ধ না হয়, সেজন্য রাসেলের পড়াশোনার জন্য যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে ছাত্র শিবির সিংড়া উপজেলা শাখা । |