ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ:
১৫ অক্টোবর, ২০২৪, ০৮:৩৫ রাত
নিউজ ডেস্ক |
![]()
|| নুর আলম সিদ্দিকী || ফাতেহা- ই- ইয়াজদাহম উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “হযরত আব্দুল কাদের জিলানী রহ. এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল ওয়াদুদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাদিকুর রহমান আল-আজহারী। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, হিজরি ৫৬১ সালের এ দিন বিখ্যাত ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি রহ. মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়। এনএ/ |