জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুনর্মিলনী সভা
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৪, ০৬:৫৭ বিকাল
নিউজ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নকিব আল মাহমুদ অর্ণব এর সঞ্চালনায় শিক্ষক-ছাত্র মিলনায়তনে বিকাল চারটায় সভাটি শুরু হয়ে শেষ হয় প্রায় সাড়ে ছয়টায়।

এসময় বাংলাদেশের সমসাময়িক ও রাষ্ট্র সংস্কারের বিষয় কার্যকরী প্রস্তাবনা উপস্থাপন করেন বৈষম্যরিরোধী ছাত্র আন্দোলনের জাফর ইমাম, মেহরাব সিফাত, মুহাম্মাদ ইয়ামিনসহ অনেকে।

সভায় উপস্থিত ছিলেন নাসিম আল তারিক, তৌহিদ মুহাম্মাদ সিয়াম, জাহিদ হাসান প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন সাভার-আশুলিয়ার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও সাধারণ নাগরিক।

এনএ/