বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা ২০ অক্টোবর
প্রকাশ:
১৪ অক্টোবর, ২০২৪, ০৬:৫২ বিকাল
নিউজ ডেস্ক |
|| হাসান আল মাহমুদ || ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা আগামী ২০ অক্টোবর-২০২৪ শুরু হবে। চলবে ১০ নভেম্বর-২০২৪ পর্যন্ত। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক মিসেস রাশিদা আক্তার সূত্রে আওয়ার ইসলাম রবিবার (১৩ অক্টোবর) নিশ্চিত হয়েছে। ইফার মেলা কমিটির আহবায়ক রাশিদা আক্তার জানান, ইসলামি বইমেলা শুরু হবে ২০ শে অক্টোবর-২০২৪। আমাদের ইচ্ছে আছে এবারের বইমেলা ২০ দিনব্যাপী করার। পরের মাসের (নভেম্বর) ১০ তারিখ পর্যন্ত শেষ করার ইচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে আমোদের পিপারেশন সম্পন্ন করেছি। আমাদের এখন স্টল নির্মাণের কাজ চলছে। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা (ড. আ ফ ম খালিদ হোসেন) মহোদয়ের নির্দেশমতে এ কয়েক দিনের মধ্যে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাব। আশা করছি, ২০ তারিখ তিনি উদ্বোধন করবেন। জানা গেছে, এবারের বই মেলা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরের পরিবর্তে পূর্ব সাহানের উন্মুক্ত চত্বরে স্থানান্তরের সিদ্ধান্ত দেয়া হয়। এদিকে বইমেলা বাস্তবায়নে ইসলামি প্রকাশনাগুলো সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। বায়তুল মোকাররম পূর্ব গেইট প্রাঙ্গণে স্টল ডিজাইন ও নির্মাণে দেখভাল করে যাচ্ছে। প্রায় ৯০ টি প্রকাশনা বসার পরিকল্পনা রয়েছে। রাহনুমা প্রকাশানার স্বত্বাধিকারী মাহমুদুল ইসলাম (তুষার) আওয়ার ইসলামকে আজ সোমবার (১৪ অক্টোবর) জানান, আমরা প্রতিদিনেই (অনুষ্ঠিতব্য বায়তুল মোকাররম মেলা প্রাঙ্গণে) যাচ্ছি, কাজ তদারকি করছি। আগামী-পরশু দিনের মধ্যে স্টল ডিজাইনের কাজ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আশা করছি, ১৬ তারিখ স্টল বরাদ্দ কারা পেয়েছে তা জানা যাবে। হাআমা/ |