ফরিদপুরে "সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০৮ অক্টোবর, ২০২৪, ১০:০৫ রাত
নিউজ ডেস্ক

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত "সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয়" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর  জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

এতে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম।

অনুষ্টানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মো. রুহুল আমিন।

প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের সবচেয়ে বড় উদাহরণ ফরিদপুর। বিদ্যমান সম্প্রীতি যেন নষ্ট না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। আমাদের সকলের মধ্যে সদ্ভাব থাকলে কেউ খারাপ কাজ করতে পারবে না।"

বক্তাগণ ফরিদপুরের যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রয়েছে তা যেন অটুট থাকে সে ব্যাপারে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ইফা’র সহকারী পরিচালক মো. সুজন আলী, ফিল্ড অফিসার মো. রাসেল, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা তবীবুর রহমান, মাষ্টার ট্রেইনার মাওলানা রুহুল আমিন রহমানি, সদর ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শাহ ফরিদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ, বাকিগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মো.কামরুজ্জামান, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য-সচিব অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন, সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক নিতাই রায়, যুগ্ন আহবায়ক মিঠু শিকদার, ফরিদপুর ব্যাপটিষ্ট চার্জের সম্পাদক পল বিশ্বাস, বিভিন্ন মসজিদের ইমাম-খতিবগণ, বিশিষ্ট আলেম-ওলামাগণ সহ ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এনএ/