হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
প্রকাশ: ০৭ অক্টোবর, ২০২৪, ১০:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

ইসরায়েলি সেনাবাহিনী- আইডিএফ ঘোষণা করেছে, রোববার লেবানন সীমান্তে লড়াইয়ের সময় তাদের এক রিজার্ভ সেনা নিহত হয়েছে।

নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট অ্যাটায় আজুলে (২৫)। এসময় আজুলের অপর দুই সহকর্মীও গুরুতর আহত হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

আইডিএফ আরো জানিয়েছে, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শামোনা শহরে অবৈধ ইহুদি বসতি ও অন্যান্য অবস্থান লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে।

ইহুদিবাদী গণম্যাধমের খবর অনুসারে, শনিবার রাতে লেবানন থেকে কিরিয়াত শামোনায় অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়, যার ফলে এই অঞ্চলে ব্যাপকভাবে আগুন ধরে যায়।

খবরে বলা হয়েছে, রকেট হামলার ফলে সাইরেন বাজানো হয় যা দখলদারদের বিভিন্ন অবস্থান এবং বসতি থেকে শোনা যায়।

 

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কেএএন আরো জানিয়েছে, রোববার সকালে লেবানন থেকে উত্তর ইসরাইলে ১৩৫টিরও বেশি রকেট ছোঁড়া হয়। হিজবুল্লাহ আল-মানারা শহরে দখলদার বাহিনীকে লক্ষ্যবস্তু করে একটি ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তাতে কিছু হতাহতের ঘটনা ঘটে।

অন্য এক অভিযানে ইসরায়েলি বাহিনীর বেয়াজ বেলিদা ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এবং সেখানেও কিছু হতাহতের খবর পাওয়া গেছে।

রোববার সকালে হিজবুল্লাহ জানিয়েছে, শামশুন নামে ইহুদিবাদী ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে তারা রকেট হামলা চালায়।

এনএ/