হেফাজতে ইসলাম বারিধারা জোনের কমিটি ঘোষণা, সভাপতি হেলালী, সেক্রেটারি মনিরুল
প্রকাশ: ০৫ অক্টোবর, ২০২৪, ০৪:৪১ দুপুর
নিউজ ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের বারিধারা জোনের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বাদ এশা জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়।

এতে মুফতি আমজাদ হোসাইন হেলালীকে সভাপতি, মাওলানা আনোয়ার হোসাইন রাজীকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাওলানা তাজুল ইসলাম আশরাফীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমীসহ হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় হেফাজত ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, হেফাজতে ইসলামকে দেশব্যাপী এতটাই শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে হবে যে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের জমিনে ইসলাম বিরোধী কোন ধরনের চক্রান্ত করার সাহস দেখাতে পারবে না ইনশাআল্লাহ।

হাআমা/