রামগিরি মহারাজের ফাঁসির দাবিতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা
প্রকাশ: ০৪ অক্টোবর, ২০২৪, ০৭:৪৯ বিকাল
নিউজ ডেস্ক

জাকারিয়া মাসউদ
নাটোর প্রতিনিধি

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সমর্থনকারী বিজেপি নেতা মহারাজের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নাটোরের সিংড়ার তাওহীদি জনতা।

শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর সাধারণ মুসলমান ও ওলামায়ে কেরামদের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, নবীর ইজ্জতের উপর বারবার ভারত থেকেই অবমাননাকর মন্তব্য করা হয়। এবারও রামগিরি মহারাজ এমন কুরুচিপুর্ন মন্তব্য করে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে।এরপরও তার কোন শাস্তি নিশ্চিত করা হয়নি।

বক্তারা বলেন আমরা নবীজীর অবমাননার বিচার রামগিরির ফাসি চাই।

এছাড়াও বিক্ষোভকালে মুসল্লিরা বয়কট বয়কট ভারতীয় পন্য বয়কট এমন শ্লোগান দেন।

বক্তব্য রাখেন, হামিদিয়া মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ মাদানী, সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আলী আকবার, শিক্ষক মুফতি শাহাদাত, অধ্যক্ষ আমানুল্লাহ, ইমাম মুফতি সৈয়দ মোল্লা, খতিব মাওলানা খলিলুর রহমান, খতিব মুফতি জাকারিয়া মাসউদ প্রমূখ।

এনএ/