অফিস সহকারি নিচ্ছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক
প্রকাশ:
০২ অক্টোবর, ২০২৪, ০৭:৫৫ বিকাল
নিউজ ডেস্ক |
হাসান আল মাহমুদ: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (সাময়িক) নিচ্ছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। মঙ্গলবার (০১ আক্টোবর) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ডটি এ তথ্য জানিয়েছে। প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বোর্ডটি জানায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নিম্নলিখিত পদের জন্য যোগ্যতাসম্পন্ন, আমানতদার ও অভিজ্ঞ লোকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে: পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (সাময়িক) সংখ্যা: ১৫ জন শিক্ষাগত যোগ্যতা : ক) সানাবিয়া উলিয়া/সমমান পাশ হতে হবে। খ) কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। অভিজ্ঞতা: ক) বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। খ) কম্পিউটার টাইপিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গ) হাতের লেখা শুদ্ধ ও সুন্দর হতে হবে। বয়স: কমপক্ষে ২৫ বছর হতে হবে। অন্যান্য সাধারণ যোগ্যতা: ১. আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদায় বিশ্বাসী হতে হবে। হানাফী মাযহাবের অনুসারী হতে হবে। ২. চাল-চলন, লেবাস-পোশাক, আখলাক ও নৈতিকতায় সুন্নাতের পাবন্দ হতে হবে। ৩. চাকরিরত অবস্থায় কোন রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবে না। বেফাক জানায়, আগ্রহী প্রার্থীগণকে আগামী ০৩ অক্টোবর ২০২৪ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় বেফাক সভাপতি বরাবর আবেদন, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, NID কার্ডের ফটোকপি, নির্ধারিত ফরমে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সরাসরি বেফাক কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। হাআমা/ |