বসুন্ধরায় এহয়ায়ে সুন্নাত ইজতিমা আগামীকাল
প্রকাশ: ০২ অক্টোবর, ২০২৪, ০৬:৫২ বিকাল
নিউজ ডেস্ক

হাসান আল মাহমুদ: আগামীকাল বৃহস্পতিবার (০৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত মারকাযুল ফিকরিল ইসলামিতে (ইসলামিক রিসার্চ সেন্টার) দুই দিনব্যাপী বার্ষিক এহয়ায়ে সুন্নাত ইজতিমা

শুধুমাত্র ওলামায়ে কেরামের জন্য আয়োজিত খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আরাবিয়ার ২১তম বার্ষিক এ ইজতিমাতে প্রতিবছরের মতো সারাদেশ থেকে হক্কানী আলেমরা উপস্থিত হবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ০৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টায় বসুন্ধরায় অবস্থিত মারকাযুল ফিকরিল ইসলামি বাংলাদেশ জামে মসজিদে উদ্বোধন হবে ‘এহয়ায়ে সুন্নাত ইজতিমা’। চলবে পরের দিন শুক্রবার (৪ অক্টোবর) মাগরিব পর্যন্ত। বাদ আছর হবে আখেরী মুনাজাত।

আরও জানা যায়, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আরাবিয়া-এর ২১ তম বার্ষিক এহয়ায়ে সুন্নাত ইজতিমা’র সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম আসবেন।

ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকা’র মহাপরিচালক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান ও খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আরাবিয়ার বর্তমান জানেশীন মুফতি আরশাদ রহমানী ইজতিমায় অংশগ্রহণ করতে ওলামায়ে কেরামদের  আমন্ত্রণ জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রতিবছর রবিউল আউয়াল মাসের প্রথম বৃহস্পতিবার সুন্নাতের আমলী মাশকের এ ইজতিমাটির আয়োজন হয়ে আসছে। মানুষের মাঝে সুন্নাতের ভালোবাসাকে ছড়িয়ে দিতে এবং সুন্নাতের চর্চাকে আরো ব্যাপক করতে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এ ইজতিমার সূচনা করেন। তাঁর ইন্তেকালের পর এ দায়িত্ব পালন করছেন সাহেবজাদায়ে ফকিহুল মিল্লাত মুফতি আরশাদ রাহমানী।

হাআমা/