মার্কিন বাহিনীকে ইসরায়েলের পাশে দাঁড়াতে বাইডেনের নির্দেশ
প্রকাশ:
০২ অক্টোবর, ২০২৪, ১০:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরায়েল সেনাবাহিনীকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য মার্কিন বাহনীকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১ অক্টোবর) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ইসরায়েলে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার দিকে নজর রাখছে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ন্যাশনাল সিকিউরিটি দলের কাছ থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট রাখছেন তারা। এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমন সতর্কবার্তা দেওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই তেল আবিবে হামলা শুরু করে ইরান। হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবার পাওয়া যায়নি। তবে হামলা থেকে বাঁচতে অনেক ইসরায়েলি নিরাপদে আশ্রয় নিতে ছুটে বেড়াচ্ছেন। এছাড়া দেশটির সেনাবাহিনীও নিরাপদে অবস্থান নিয়েছে। এনএ/ |