জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কর্মসূচি ঘোষণা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩১ বিকাল
নিউজ ডেস্ক

হাদিস অস্বীকারকারী আবু সাঈদ খানকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি থেকে অপসারণ ও আলেম প্রতিনিধি নিযুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মুফতি হেমায়েত উল্লাহ কাসেমির সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল আজিজ কাসেমি এবং মুফতি ফরিদুল ইসলামের সঞ্চলনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার বলেন, অনতিবিলম্বে আবু সাঈদ খানকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি থেকে বাদ দিতে হবে। তাকে কারা কমিটিতে অন্তর্ভূক্ত করেছে, তাদের চিহিৃত করে আইনের আওতায় আনতে হবে। আবু সাঈদ খানরা বই পরিমার্জন এবং সংশোধন করে ফেললে ছাপানোর পূর্বে ধর্ম মন্ত্রনালয় থেকে অবশ্যই রিভিউ করাতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি শামছুদ্দোহা আশরাফি, মুফতি লুতফুর রহমান ফারায়েজি, মুফতি ইসমাঈল সিরাজি, মাওলানা ইউনুস ঢালী, মুফতি কেফায়েত উল্লাহ কাশফি, মাওলানা আবদুল্লাহ আল ফারুক, মাওলানা আবু মুহাম্মাদ রহমানি, মুফতি উমর ফারুক ইবরাহিমি সহ অন্যান্য ওলামায়ে কেরাম।

কর্মসূচি : দাবি আদায় না হলে আগামী ৬ অক্টোবর এনসিটিবি কার্যালয় ঘেরাও করা হবে।

এনএ/