হেফাজতে ইসলাম মাগুরা জেলা কমিটি গঠিত
প্রকাশ:
২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৩ বিকাল
নিউজ ডেস্ক |
হেফাজতে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সম্মেলন আজ ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় জেলা সদরের আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও যশোর জেলা সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী। উক্ত সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে (হেফাজতে ইসলামের সাবেক জেলা সভাপতি) মাওলানা কাজী জাবের বিন মুহসিন (তাজাল্লা)কে সভাপতি, হাফেজ মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক, মাওলানা মুহিবুল্লাহকে সাংগঠনিক সম্পাদক, মোল্লা মতিউর রহমানকে অর্থ সম্পাদক এবং মাওলানা আব্দুল আউয়ালকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, ফরিদপুর জেলা সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন। হাআমা/ |