ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গওহরডাঙ্গা বোর্ডের সমাবেশ ২ অক্টোবর
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:১৮ বিকাল
নিউজ ডেস্ক

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদ জানিয়ে আগামী ২ অক্টোবর বুধবার সকাল ১০ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশ।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল দশটায় বোর্ডের এক খাস মজলিসে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

মজলিসে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন।

আরো উপস্থিত ছিলেন বোর্ডের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি নুরুল ইসলাম, নায়েবে সদর মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আব্দুচ্ছালাম, মুফতি উসামা আমিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ঝিনাত আলী, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শাফায়াত, মাওলানা মাহদি, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা হায়াত আলী, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আবাদুর রহমান, মাওলানা নিজামুদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আমিনুল্লাহ, মাওলানা আবু সালেহ, মাওলানা ইমরুল কায়েস, মাওলানা মোস্তফা কাসেম, মাওলানা মাকসুদুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

হাআমা/