খাগড়াছড়িতে শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৪ বিকাল
নিউজ ডেস্ক

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

শানে সাহাবা খতিব ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ইমাম ও খতিবদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সকাল ১১টায় পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ মতবিনিময় সভা শুরু হয়।

জেলা সহ-সভাপতি মাওলানা মোস্তফা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান মেহমানের বক্তৃতায় শানে সাহাবা খতিব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার বলেন, শানে সাহাবা খতিব ফাউন্ডেশন সারাদেশে নির্যাতিত- লাঞ্চিত ইমাম ও খতিব এর পক্ষে অগ্রণী ভূমিকা পালন করছে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ব্যর্থ হলে ইমাম ও খতিবদেরকে আইনী সহায়তা প্রদান করছে এই ফাউন্ডেশন। ইমাম ,খতিব ,মোয়াজ্জিন ও মসজিদের খাদেমদের কল্যাণে কাজ করতে সকলকে শানে সাহাবা খতিব ফাউন্ডেশন এর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

মাওলানা কাওসার আজিজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা কারী মমিনুল ইসলাম আল হাবিবী, মাওলানা শফিউল্লাহ হাবিবী, মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নোমান প্রমুখ বক্তব্য রাখেন।

এনএ/