আমল কবুলের জন্য যে দোয়া করেছিলেন ইবরাহিম আ.
প্রকাশ:
২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
যেকোনো নেক আমল করার সময় আল্লাহ তায়ালার কাছে তা কবুলের জন্য দোয়া করা নবী-রাসুলদের শিক্ষা। নবী ইবরাহিম আ. ও ইসমাইল আ. মসজিদুল হারাম নির্মাণের সময় আল্লাহ তায়ালার কাছে তাদের আমল কবুল করার জন্য দোয়া করেছিলেন। তাঁদের সেই দোয়া আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে তুলে ধরেছেন। দোয়াটি হলো— رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا ؕ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ উচ্চারণ: ‘রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আংতাস সামিউল আলিম।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে (আমল) গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা।’ (সুরা বাকারা: ১২৭) মুমিন মুসলমানের উচিত, যেকোনো নেক আমল সম্পন্ন করার ক্ষেত্রে উক্ত দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে আমল কবুলের প্রার্থনা করা। কেননা আল্লাহ তায়ালা বান্দার দোয়া কবুল করেন। তিনি বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো।’ (সুরা গাফির: ৬০) আল্লাহ তায়ালা আমাদেরকে আমল কবুলের জন্য পবিত্র কুরআনে বর্ণিত দোয়াটি পাঠ করার তাওফিক দান করুন। আমিন। এনএ/ |