বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৬ দুপুর
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় উপমহাদেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র খাস কমিটির মিটিং ও পরামর্শ সভা শুরু হয়েছে।

আজ শনিবার ( ২১ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে এ সভা আরম্ভ হয়েছে।

সভায় হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিলুর রহমান কাসেমী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা মামুনুল হক, মুফতি জসিমুদ্দীনসহ ‘খাস কমিটির’ নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন পরামর্শ সভায় উপস্থিত সংগঠনটির যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

তিনি জানান, হেফাজতে ইসলামের সাংগঠনিক কর্মতৎপরতা, শানে রেসালাত সম্মেলন ও চলমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে আজকের এ মিটিং ও পরামর্শ সভা।

হাআমা/