আন্দোলনে হতাহতদের ভাতা দিবে সরকার: তথ্য উপদেষ্টা
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৯ বিকাল
নিউজ ডেস্ক |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগস্ট মাস জুড়ে আন্দোলনে হতাহতদের এককালীন ও মাসিক ভাতা দিবে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এসময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা ২০ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই আন্দোলনে নিহত হয়েছেন ৮০০জন। আহত ও নিহতদের জন্য ইতোমধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই অর্থ থেকেই আহত ও নিহতদের জন্য ব্যয় করা হবে বলে জানান তিনি। কেএল/ |