মহেশখালীতে মাংসের বাজারে অভিযান, ৪ জন অসাধু মাংস ব্যবসায়িকে জরিমানা
প্রকাশ:
১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী):: দ্বীপ উপজেলা মহেশখালীর গোরগঘাটা বাজার, বড় মহেশখালী নতুনবাজার, হোয়ানক টাইম বাজার ও কালারমারছড়া বাজারে পবিত্র মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজবির হোসেন। জনা যায়, ১৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় ০৪ জন অসাধু মাংস ব্যবসায়িকে ০৪ টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় ৩০০০ টাকা, ৩০০০ টাকা, ২০০০ টাকা ও ১০০০০ টাকা করে মোট ১৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালীন ন্যায্য ও সুলভ মূল্যে মাংস বিক্রি করতে ব্যবসায়িদের নির্দেশনা প্রদান করা হয়। হাআমা/ |