চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ‘দাওয়াতি মজলিস’
প্রকাশ:
১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
|| এস এম সাইফুল ইসলাম || ‘আসুন সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হই’ শিরোনামের ব্যানারকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস, জেলা শাখার ‘দাওয়াতি মজলিস’ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গার আহবায়ক মাওলানা জুবায়ের খাঁন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাদ মাগরিব ও বাদ এশা সদর থানার হাতিকাটা জামে মসজিদে এই ‘দাওয়াতি মজলিস’ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। খলিফা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত করা। জীবনের সকল কাজ একনিষ্ঠ মনে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য করা এবং আল্লাহর প্রিয় বন্দা হওয়ার চেষ্টা করা। দ্বীন ও ইসলামের প্রয়োজনে নিজেদের জান মাল দিয়ে সর্বোচ্চ ত্যাগের নাজরানা পেশ করার জন্য সব সময় প্রস্তুত থাকা। এসময় আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে সমবেত হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা। মাওলানা তারিক মাহমুদের সঞ্চালনায় আয়োজিত দাওয়াতি মজলিসের শুরুতে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মাদ মতিউল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলার আহবায়ক মাওলানা জুবায়ের খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন, মুফতী আখতারুজ্জামান, মাওলানা জাকির হুসেন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আহমাদ যুবায়ের, মাওলানা ওয়াহেদুজ্জামান, মাওলানা জুবায়ের আল মাহমুদ, এস এম সাইফুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ আল মুনির, মাওলানা আহসান হাবীব, মাওলানা আলকামা আবরার, মাওলানা আব্দুল হাদী, মাওলানা রমজান আলী, মাওলানা ইসহাক আলী, মাওলানা মু'তাসিম বিল্লাহ, মাওলানা আব্দুল হাই, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা মীর সাদিক, মাওলানা রিফাত, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ওবাইদুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা হুজায়ফা আহম্মেদ, মাওলানা হাবীবুল্লাহ বিন বাশার, মাওলানা তারিকুল ইসলাম, ও মাওলানা আব্দুল্লাহ প্রমুখ কেএল/ |