বাংলাদেশে নতুন কোন ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া হবে না, সমন্বয়ক হাসনাত
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আর ফ্যাসিবাদীর জন্ম হতে দেওয়া হবে না। প্রয়োজনে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে চকরিয়ায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে কোরক বিদ্যাপীঠ মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা আমাদের শহীদ ভাই-বোনদের রক্তে অর্জিত ফ্যাসিবাদমুক্ত দেশে আর কোনো খুন, গুম, অত্যাচার, নির্যাতন চাই না। সেদিকে লক্ষ্য রেখেই পরবর্তী সরকার গঠনের আগ পর্যন্ত আমাদের পথচলা অব্যাহত থাকবে।

আগামীর সুন্দর দেশ বির্নিমাণে বদ্ধ পরিকর হয়ে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দেশের শিক্ষার্থীরা ১৭ বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হাজারো ছাত্র-ছাত্রীকে শহীদ হতে হয়েছে। আমি সে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যেহেতু ছাত্র তাই নিজেদের পড়ালেখাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজেকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আমাদের অভিভাবক হবে মা-বাবা, আর কেউ নয়।

এমএন/