দুবাইয়ে নারীদের হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু, বাংলাদেশের প্রতিনিধি মায়মুনা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:২২ সকাল
নিউজ ডেস্ক

মুসলিম হাফেজ মেয়েদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে ‘শাইখা ফাতেমা বিনতে মোবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা।’

আন্তর্জাতিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৮ম আসর এবার অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন।

কোরআন প্রতিযোগিতায় সেরা ১০ নারী হাফেজকে পুরস্কার দেওয়া হবে বলে জানা যায়।

এদিকে শাইখা ফাতেমা বিনতে মোবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ৮ম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাইমুনা বিনতে মনিরুজ্জামান (১৩)।

হাফেজা মাইমুনা ময়মনসিংহ জেলার কাতার প্রবাসী ইমাম কারি মনিরুজ্জামান শরীফের মেয়ে। তিনি রাজধানীর সাউদা বিনতে জামআহ (রা.) বালিকা মাদরাসার হিফজুল কুরআন বিভাগের ছাত্রী।

এর আগে মাইমুনা ইরানে ২০২৩ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

কেএল/