শীলন বাংলাদেশ’র ১১৯ তম সাহিত্য সভা অনুষ্ঠিত
প্রকাশ:
০৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১৬ রাত
নিউজ ডেস্ক |
সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন শীলন বাংলাদেশ’র ১১৯ তম সাহিত্য সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ সপ্টেম্বর) চৌধুরীপাড়ায় অবস্থিত সংবাদমাধ্যম আওয়ার ইসলাম মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। শীলন বাংলাদেশ’র সভাপতি কবি ও সাংবাদিক মাসউদুল কাদির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, শেখ জনুরুদ্দীন দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার মুহাদ্দিস ও লেখক এনায়েত কবির, মাসিক মুসলিম নারী’র নির্বাহী সম্পাদক কাজী সিকান্দার, জামিয়া কাসেম নানুতুবী’র মুহাদ্দিস লেখক ও অনুবাদক মুফতি আবুল ফাতাহ কাসেমী, আওয়ার ইসলামের চিফ রিপোর্টার হাসান আল মাহমুদ, মুফতি সাদেক হুসাইন, ফরীদ উদ্দীন মাসউদ প্রমুখ লেখক। সভায় লেখা পাঠ, আলোচনা ও চা-চক্র অনুষ্ঠিত হয়। জুলাই ছব্বিশ গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও দোয়া করা হয়। হাআমা/ |