আশ্রয়কেন্দ্রে শিশুর জন্ম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভালোবাসায় নাম রেখেছে ‘আহমাদুল্লাহ’
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৭ বিকাল
নিউজ ডেস্ক |
|| হাসান আল মাহমুদ || বন্যাকবলিত এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর হাইস্কুল আশ্রয়কেন্দ্রে একটি ছেলে শিশু জন্ম নিয়েছে। শিশুটির পরিবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভালোবাসায় নাম রেখেছে ‘আহমাদুল্লাহ’। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল ( ৩ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। ফাউন্ডেশনটি জানায়, নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর হাইস্কুল আশ্রয়কেন্দ্রে আরো একটি শিশুর জন্ম হয়েছে। সেদিন রাত বারোটার দিকে গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে আমাদের টিম তাকে অ্যাম্বুলেন্সে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। । আরও জানায়, দীর্ঘ অপেক্ষার পর সকাল আটটার দিকে শিশুটির জন্ম হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুটির জন্য নগদ টাকা, জামা-কাপড়সহ বেশকিছু উপহার দেয়া হয়েছে। শায়খ আহমদুল্লাহর প্রতি ভালোবাসা থেকে পরিবার শিশুটির নাম রেখেছে আহমাদুল্লাহ।’ হাআমা/ |