নবাবগঞ্জে অবৈধভাবে শতাধিক গাছ কেটেছে দুর্বৃত্তরা
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
আর কে ওসমান আলী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের কাশিয়ারা থেকে শিবরামপুর গ্রামের রাস্তার দুই ধারে থাকা প্রায় শতাধিক ইউক্যালিপটাস ও আকাশমনির গাছ অবৈধ ভাবে রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত আগষ্ট মাসের ২৬ তারিখে রাতের আধারে কাশিয়ারা থেকে শিবরামপুর গ্রামের রাস্তায় এই ঘটনা ঘটে। ঘটনার পরের দিন শিবরামপুর যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রফিক সরকার নামে এক ব্যাক্তি নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে - শিবরামপুর যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউনিয়ন পরিষদের ঐ রাস্তার দুই ধারে ইউনিয়ন পরিষদের সাথে চুক্তিবদ্ধ হয়ে ২০১১ সালে গাছগুলো লাগানো হয় এবং তখন থেকেই সংস্থার সদস্যরা গাছগুলি পরিচর্যা করে আসছিল। গাছগুলো বর্তমানে পরিপক্ব হলেও শিবরামপুর যুব উন্নয়ন সংস্থার কমিটি সংক্রান্ত বিষয়ে আদালতে একটি মামলা চলমান থাকায়। গাছ কর্তনের জন্য সরকারি ভাবে টেন্ডার থাকলেও গাছ গুলি কর্তন করতে পারছেন না টেন্ডার মালিকরা। অভিযোগ সুত্রে আরও জানা গেছে, গত ২৬ আগস্ট রাতে দুর্বৃত্তরা রাস্তার ধারে থাকা প্রায় শতাধিক গাছ অবৈধ ভাবে কেটে ফেলে। গাছগুলো বর্তমানে রাস্তার ধারে ও ধানের ক্ষেতে পরে রয়েছে। এ ঘটনায় কিছু গাছ ইতিমধ্যে চুরিও হয়েছে। সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হলে আমাদের প্রতিবেদককে গ্রামবাসীরা জানান, কাশিয়ারা থেকে শিবরামপুর পর্যন্ত রাস্তার ধারে থাকা এই গাছ গুলোর জন্য রাস্তাটি সরকারি ভাবে পাকা করন হচ্ছে না। রাস্তাটি পাকা করনের টেন্ডারের বাজেট পাশ থাকলেও, রাস্তার দুই ধারে থাকা গাছ গুলোর কারণে সেটি সম্ভব হচ্ছে না। এজন্য বর্ষাকালে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়। শুধু তা-ই নয় বিষাক্ত এই গাছ গুলোর কারণে ফসল উৎপাদনেও সমস্যা হয় তাদের। এছাড়াও বর্ষাকালে তাদের ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যেতে হয় হেঁটে হেঁটে। গ্রামবাসীদের দাবি অতিদ্রুত গাছ গুলো কর্তন করলে এসব ভোগান্তি থেকে তারা রেহাই পাবে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাওহীদুল ইসলাম বলেন- এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেএল/ |