বন্যায় ভেসে বেড়ানো মৃতদেহ উদ্ধার করছে আল-মারকাজুল ইসলামী
প্রকাশ:
০৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
|| নাজমুল হাসান সাকীব || বন্যার পানিতে প্লাবিত ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী। এবার পানি নামতে শুরু করেছে। একে একে ভেসে উঠছে লাশগুলো। এগুলো স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করছেন আল-মারকাজুল ইসলামী। বন্যা পরবর্তী গত ২৬ আগস্ট প্রথম লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, তিনি উদ্ধারের ঠিক তিনদিন আগে বন্যার স্রোতে ভেসে মারা যান। তার স্বজনরা ঢাকা থেকে খোঁজ পাচ্ছিলেন না। তিনদিন পর আল-মারকাজুল ইসলামী লাশটি উদ্ধার করে ফেনী ডিসি অফিসে জমা দিলে সেখান থেকে স্বজনরা এসে নিয়ে যান। এরপর আরো তিনটি লাশ উদ্ধার করেন তারা। গত ৩১ তারিখে আরেকটি সনাতনধর্মাবলম্বীর লাশ উদ্ধার করেন সংস্থাটি। এ যাবত ফেনী থেকে তারা মোট ৭ টি লাশ উদ্ধার করেছেন। স্থানীয় প্রশাসন ধারনা করছেন, আরো কিছু লাশের দেখা মিলতে পারে। তাই তারা আল-মারকাজুল ইসলামীকে ফেনীতে অবস্থান করতে বলেছেন। কেএল/ |