গাজায় শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র পোলিও টিকা কার্যক্রম
প্রকাশ:
০১ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
বহু নাটকীয়তা আর আলোচনার পর অবশেষে পোলিও টিকা পাচ্ছে গাজার শিশুরা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় আজ থেকে শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র পোলিও টিকা কার্যক্রম। এ উপলক্ষে, আজ থেকে কার্যকর হলো ৩ দিনের অস্ত্রবিরতি। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট এলাকায়, প্রতিদিন ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে আগ্রাসন। বৃহৎ পরিসরের এই টিকা কার্যক্রমে, গাজার কমপক্ষে ৬ লাখ ৪০ হাজার শিশুকে ভ্যাক্সিনেশনের আওতায় আনার পরিকল্পনা দাতব্য সংস্থা ডব্লিউএইচও’র। এরইমধ্যে, মজুদ করা হয়েছে সাড়ে ১২ লাখেরও বেশি পোলিও টিকা। কাজ করছেন ২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী। উপত্যকার, ৩৯২টি নির্ধারিত স্থান ছাড়াও ভ্রাম্যমাণ দলের কাছে মিলবে এ সেবা। প্রত্যাশা, গাজার ১০ বছরের কম বয়সী শিশুদের ৯০ শতাংশকেই আনা যাবে টিকার আওতায়। দীর্ঘ ২৫ বছরের মধ্যে প্রথমবার পোলিও রোগী শনাক্ত হয় অবরুদ্ধ উপত্যকায়। বিনু/ |