বন্যার পানিতে ভেসে আসা মাছ শিকার জায়েজ ?
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৪, ১১:০৬ দুপুর
নিউজ ডেস্ক

প্রশ্ন: আমাদের বড় মাছের ঘের (পুকুর) আছে। মাছ আটকে রাখার জন্য চতুর্দিকে জাল ঘেড়াও করা।

কিন্তু বন্যার পানি অস্বাভাবিক বেড়ে যাবার কারণে জালের সীমানার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। ফলে ঘেরের মাছ আশে পাশের ক্ষেত খামার ও ডোবায় চলে গেছে। আশেপাশের লোকজন সেসব ক্ষেত খামার ও ডোবা থেকে জাল দিয়ে তা শিকার করে নিয়ে যাচ্ছে।

আমার প্রশ্ন হলো, আমাদের মালিকানাধীন লালনপালন করা মাছ এভাবে অন্যদের শিকার করে খাওয়া কতটুকু শরীয়তসম্মত?

উত্তর: বৃষ্টি বা বন্যার কারণে যেসব মাছ ঘেরের সীমানার বাহিরে ক্ষেত খামারে ও নালা ডোবা বা অন্যত্র চলে গেছে। যা মালিকপক্ষ নতুন করে শিকার করা ছাড়া ফিরিয়ে আনতে সক্ষম নয়। সেসব মাছ মালিকের মালিকানা থেকে মুক্ত হয়ে যায়।

সুতরাং এসব মাছ যে কারো জন্য শিকার করা ও খাওয়া জায়েজ আছে।

সূত্র: নাসবুর রায়াহ- ৪/৩১৯, আল ফাতায়াহ আল হিন্দিয়া-৫/৪২০, আররদ্দুল মুহতার- ৫/৬১।

এনএ/