ফেনী জামেয়া মাদানীয়া মাদ্রাসায় ৫ হাজারের অধিক বন্যাদুর্গতের আশ্রয়
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৪, ০৫:৩১ বিকাল
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

ফেনী জামেয়া মাদানীয়া মাদ্রাসায় ৫ হাজারের অধিক বন্যাদুর্গত ব্যক্তি আশ্রয় নিয়েছে। এতে দেখা দিয়েছে খাদ্য সংকটা। সাহায্য ও উদ্ধারের আকুতি জানিয়েছে আশ্রয়প্রার্থীরা।

জানা গেছে, মাদ্রাসাকে আশ্রয় কেন্দ্র ঘোষণা দেওয়ার পর থেকে লোকজন আশ্রয় নিতে থাকে। আলেম পরিবার ছাড়াও ৫ হাজার এর বেশি সাধারণ লোক আশ্রয় নিয়েছে ইতোমধ্যে।

বন্যা নিয়ে তথ্য সরবরাহে সরব অনলাইন এক্টিভিস্ট সাইমুম সাদী জানিয়েছেন, ফেনী জামেয়া মাদানিয়ার দক্ষিণ পাশে চারতলা ভবনের তৃতীয় তলার মধ্যে অনেকগুলো আলেমদের পরিবার একসাথে রয়েছে।  তাদের খাবার পানি ইত্যাদির প্রয়োজন। সম্ভব হলে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা দরকার।

ফেনী থেকে জুবায়ের হানিফ জানান, জামিয়া মাদানিয়া ফেনী লালপোলের পর সিলোনিয়া বাজারের হাইওয়ের পশ্চিম পাশে অবস্থিত আমার এই মাদরে ইলমি৷ গতকাল সকালেও পানি রুমের ভেতরে প্রবেশ করেনি আজ অবস্থা খুব ভয়াবহ৷ এলাকার সকল মানুষ এই মাদরাসায় আশ্রয় নিয়েছেন৷ ছোট, বড়, বৃদ্ধ-যুবক প্রায় ৫০০০ এর কাছাকাছি মানুষ অবস্থান করছেন৷ মাদরাসায় আশ্রিত এক মহিলার ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। তাকে উদ্ধার করতে বোট এসেছে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

তিনি আরও জানান, খাদ্যের কঠিন সঙ্কট দেখা দিয়েছে এখানে৷ গতকাল পর্যন্ত মাদরাসা নিজ উদ্যোগে রান্না করে মেহমানদারি করেছে৷ এখনও চলছে৷ তবে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের খুব চাহিদা৷ আপনারা জামিয়া মাদানিয়া সিলোনিয়ার প্রতি চোখ দিন৷ পুরো এলাকার মানুষকে বাঁচান৷

জামেয়া মাদানীয়ার প্রিন্সিপালের নাম্বার : 01817784593

(অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করতে নিষেধ করা হয়েছে।)

হাআমা/