বন্যাদুর্গতের পাশে হাফেজ্জী চ্যারিটেবল, আপনিও সাধ্যমতো এগিয়ে আসুন
প্রকাশ: ২২ আগস্ট, ২০২৪, ০৬:২৬ বিকাল
নিউজ ডেস্ক

শুধু ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী এই তিন থানার প্রায় ৭০ টি এলাকার মানুষ ভয়বহ বন্যায় আক্রান্ত৷ ১৭টির বেশি নদীর বাঁধ ভেঙে গেছে৷ অন্যদিকে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিগত ৪০ বছরে সর্বোচ্চ। ইন্ডিয়ার পানিতে প্রতি বছর এই এলাকাগুলো প্লাবিত হয়ে পড়ে৷

ইতোমধ্যে কয়েকজন মারা গেছে ফেনীতে। লাশ দাফনেরও ব্যবস্থা হচ্ছে না। এদিক ওদিক থেকে ভেসে আসছে অজ্ঞাত লাশ। বন্যার পানি খুব দ্রুত বাড়ছে। সবাই ঘর বন্দী। বের হতে পারছে না। খাবার-দাবারের কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় ফেনীর মানুষের পাশে দাঁড়ানো জরুরিহয়ে পড়েছে।

শুক্রবার বাদ ফজর বন্যার্তদের সহযোগিতায় রওয়ানা হবে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ওয়েবসাইটের পেমেন্টগেটওয়ে বা নিচের বিকাশ নাম্বারের মাধ্যমে শরীক হবার সুযোগ আছে!

যোগাযোগ-
01601611151
01727216100
(বিকাশ, নগদ, রকেট)

Bank Details: A/C Name:
Hafezzi Charitable Society Of Bangladesh
Shahjalal Islami Bank
A/C No: 405711100000762
Branch: Dhaka North, Shahjalal Islami Bank Tower
Routing No: 190260871

www.hcsb.org.bd

কেএল/