এম. ইলিয়াস আলীর জন্য গহরপুর মাদরাসা মসজিদে দোয়া মাহফিল
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৪, ০৩:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি এম. ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশায় পরিবারের পক্ষ থেকে গহরপুর মাদরাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বাদ মাগরিব দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান।

উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ সভাতি আব্দুন নূর চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি তাজ মো. ফখর উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান, সহ সভাপতি আব্দুল বাছিত বখত ও সাইদুল হক সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, সাবেক সহ সভাপতি সুরুজ আলী মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক শাহিনুল হাসান ও ফখরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত শরীফ, বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া, সাধারণ সম্পাদক আফজল হোসেন মেম্বার, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সহ সাধারণ সম্পাদক কবির মিয়া, সাবেক সভাপতি আজমল আলী মাসুদ, সাবেক সিনিয়র সহ সভাপতি বাবরু মিয়া, সহ সভাপতি আবুল হোসেন ও হারুন মিয়া, ওসমানীনগর উপজেলা যুবদল নেতা রেজুওয়ান আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা সাবের আহমদ, মিজানুর রহমান, বদরুল ইসলাম জাকির, সুমিন আহমদ, রাজু আহমদ, মাহবুবুর রহমান, বিশ^নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদল নেতা নোমান লস্কর, ফুযায়েল খান সাজু প্রমুখ।

এছাড়াও মাদরাসার শিক্ষাক, ছাত্র, অভিভাবকসহ এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

এনএ/