৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৪, ১১:২৭ দুপুর
নিউজ ডেস্ক

গাজীপুরে লাইনচ্যুত বগি উদ্ধারের মধ্য দিয়ে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে এই উদ্ধার অভিযান শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশন স্টেশনের সিনিয়র মাস্টার মো. হানিফ আলী।

এর আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুরের সালনা এলাকায় আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এনএ/