নেত্রকোণায় খেলাফত মজলিসের নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল-সমাবেশ
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৪, ১০:৪১ রাত
নিউজ ডেস্ক

নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলা শহরে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৬ আগস্ট'২৪ শুক্রবার বাদ আসর বাদ আসর মিছিলটি শহরের কেন্দ্রীয় বড় মসজিদ থেকে বের হয়ে প্রধান সড়ক মুক্তারপাড়ার দিকে এগিয়ে পুনরায় মুক্তারপাড়া থেকে বড় মসজিদে এসে শেষ হয়।

 খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আসাদুর রহমান আকন্দ এর সভাপতিত্বে ও খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মাজহারুল ইসলামের পরিচালনায় মিছিল পরবর্তী ও পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন: মাওলানা আসআদুর রহমান আকন্দ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম ও মুফতী জাহিদুল ইছলাম প্রমুখ। 

মাওলানা আসআদুর রহমান আকন্দ এর মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামটি সমাপ্ত ঘোষণা করা হয়।

হাআমা/