নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানো ও চাঁদাবাজি বন্ধের দাবি
প্রকাশ:
১৪ আগস্ট, ২০২৪, ০৪:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
নারায়ণগঞ্জ প্রতিনিধি: গত সোমবার যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে সাক্ষাৎ করেছে। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা করাসহ নারায়ণগঞ্জ থেকে অন্যান্য সকল রুটে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা সহ ঘাট, হাট-বাজার, বাস-ট্রাকস্ট্যান্ড, ফুটপাতসহ বিভিন্ন জায়গায় নতুন করে দখলদার ও সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে সে বিষয়ে এখনি কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান তারা। জেলা প্রশাসক দ্রুতই যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। প্রতিনিধি দলে ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংসু সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমূখ। এনএ/ |