অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা দিয়েছেন সুপ্রিম কোর্ট
প্রকাশ:
০৯ আগস্ট, ২০২৪, ০৯:০০ রাত
নিউজ ডেস্ক |
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শপথের বৈধতা দিয়ে রুলিং দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার এই রুলিং জারি করেন সুপ্রিম কোর্ট। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন, তাকে এ ব্যাপারে অবগত করা হয়েছে। তবে এখনো তিনি আদেশটি দেখেননি। আদেশ না দেখে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতাও জানান তিনি। এর আগে গতকাল (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তবর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন। আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে বলেন, সংসদ না থাকা অবস্থায় অন্তবর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে। এর আগে শপথের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তারই পরিপ্রেক্ষিতে রুলিং দিয়ে, দুর্যোগ মুহূর্তে মধ্যবর্তী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছে আপিল বিভাগ। এনএ/ |