ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক
প্রকাশ: ০৮ আগস্ট, ২০২৪, ০২:১৭ দুপুর
নিউজ ডেস্ক

সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, আটক সজীব হালদার ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।  

তিনি উপজেলার থানার বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা গ্রামে সুনিল হালদারের ছেলে।

বুধবার (৭ আগস্ট) দুপুরে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে সজীব ভারত যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

বিজিবির জিজ্ঞাসাবাদ সম্পর্কে সজীব হালদার বলেন, ‘আমি একটি কসমেটিকসের দোকানে চাকরি করি। চিকিৎসার জন্য ভারত যাচ্ছি।’ পরে তার মোবাইল ফোন দেখে বিজিবি নিশ্চিত হন তিনি বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

কেএল/