গণভবন ও সংসদ ভবন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
প্রকাশ:
০৬ আগস্ট, ২০২৪, ০২:০৫ দুপুর
নিউজ ডেস্ক |
গণভবন ও সংসদ ভবন নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেখানে কাউকে এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে এখনো সেখানে অনেক উৎসুক জনতার ভীর দেখা গেছে। গতকাল সোমবার জন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। শেখ হাসিনার দেশত্যাগের কথা শুনে গণভবনে প্রবেশ করেন হাজার হাজার আন্দোলনকারী। তারা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালান। একইসঙ্গে ভাংচুর ও লুটপাট চলে জাতীয় সংসদ ভবনেও। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। এমন অবস্থায় অনেকে সেনাবাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানানা। আজ মঙ্গলবার বেলা ১২টার পর থেকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিতে শুরু করে। এখন পুরোপুরি এই দুই রাষ্ট্রীয় স্থাপনা তাদের নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। এন এ / |