বঙ্গভবনে মুফতি ফয়জুল করীম ও মাওলানা মামুনুল হকসহ রাজনৈতিক নেতারা
প্রকাশ: ০৫ আগস্ট, ২০২৪, ০৭:৫৮ বিকাল
নিউজ ডেস্ক

|| কাউসার লাবীব ||

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে রাজনৈতিক নেতাদের আসতে দেখা যায়।

মুফতী সৈয়দ ফয়জুল করীম, মাওলানা মামুনুল হক ছাড়াও বঙ্গভবনে প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল। 

এছাড়াও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন বলে জানা গেছে।

এর আগে বিকালে সেনা সদর দপ্তরে সেনাপ্রধানের আহ্বানে রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সেনাপ্রধান সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং শিগগির অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান।

সেনাপ্রধান বলেন, আমরা শিগগিরই মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবো।

কেএল/