দেশে ফিরেছেন ৬৭ হাজার ৯৭৪ জন হাজি, মৃত্যু ৬৪
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৪, ১১:২৭ দুপুর
নিউজ ডেস্ক

চলতি বছর পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৭ হাজার ৯৭৪ জন হাজি। মৃত্যু হয়েছে আরও একজন বাংলাদেশির। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে। এর মধ্যে পুরুষ ৫১ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৫০ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন ও জেদ্দায় ২ জন মারা গেছেন।

শনিবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে ।

বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৭ হাজার ৯৭৪ জন হাজি। সৌদি থেকে ১৮৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭, সৌদি এয়ারলাইন্স ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করে।

২০ জুন হজ শেষে গত থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবছর মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) সৌদি আরব বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে।

এনএ/