গাজায় দখলদার ইসরায়েলি বর্বরতায় আরও অর্ধশতাধিক শহীদ
প্রকাশ: ১১ জুলাই, ২০২৪, ১১:২২ দুপুর
নিউজ ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বর্বরতা কোনক্রমেই যেন থামছে না। দখলদার অবৈধ দেশটির হামলায় গত ২৪ঘন্টায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত নয় মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিতে চালানো দখলদার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩৮ হাজার ২৯৫ জনে। আহত হয়েছেন ৮৮ হাজারের বেশি মজলুম ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (১১ জুলাই) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ২৯৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২০৮ জন। এছাড়া অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

বায়তুল মোকাদ্দাসের অপবিত্রতা ও ৭৭ বছরের অত্যাচারের জবাবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাস হামলা চালায়। এরপর থেকে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। দখলদারের এই বর্বরোচিত হামলা থেকে রেহাই পাচ্ছে না মসজিদ, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা গির্জার মতো অসংস্য বেসামরিক স্থাপনা।

হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তাদের কাছে উদ্ধারকর্মীরা পৌছতে পারছে না। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনএ/