হিজরি নববর্ষ ১৪৪৬: নতুন বছরে যে দোয়া পড়বেন
প্রকাশ: ০৭ জুলাই, ২০২৪, ০৮:১৫ রাত
নিউজ ডেস্ক

হিজরি নতুন বছরের মহররম মাস শুরু হয়েছে আজ সন্ধ্যা থেকে। আরবি নতুন বছরের শুরুতেইেআমাদের উচিৎ আল্লাহর কাছে বিগত বছরের গোনাহ থেকে ক্ষমা লাভের পাশাপাশি নতুন বছরে নিরাপত্তা ও শান্তির জন্য দোয়া করা।

নতুন বছরের শুরুতে নিজের ঈমান-আমলের নিরাপত্তা ও নিজের জীবনের শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়া করা জরুরি।

দোয়াটি হলো-

اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালঅমাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি।’ (আল-মুঝাম আল আওসাত)

অর্থ : `হে আল্লাহ আমাদের ঈমান, ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। শয়তানের মোকাবেলায় আমাদের সাহায্য করুন।

আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন। আমিন

এনএ/